এক নজরে বাংলাদেশের ভারত সফরের সূচি

এক নজরে বাংলাদেশের ভারত সফরের সূচি

ঠাসবুনটের সূচি শুরু হয়ে গেছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তরা এখন আছেন পাকিস্তানে। সেখানে দুটো টেস্টের একটি সিরিজ খেলবেন যা আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

সেই সিরিজ শেষে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেখানে খেলবে দুটো টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি। সে সফরের ম্যাচগুলোর সূচি ঘোষণা করেছে বিসিসিআই। 

টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিরিজটি। দ্বিতীয় টেস্টটা হবে কানপুরে। সেখানে ২৭ সেপ্টেম্বর ম্যাচটা শুরু হয়ে শেষ হবে ১ অক্টোবর। 

এরপর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও ভারত। ৬ অক্টোবর গোয়ালিয়রে, এরপর ৯ অক্টোবর দিল্লি আর ১২ অক্টোবর হায়দরাবাদে ম্যাচ তিনটি খেলবে দুই দল। 

এই বিবৃতিতে ইংল্যান্ডের ভারত সফরের সূচিও জানিয়েছে বিসিসিআই। ৫ ম্যাচের টি-টোয়েন্টি আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ২২ জানুয়ারি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই দুই সিরিজ। 

বাংলাদেশের ভারত সফরের সূচি

ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম টেস্ট ১৯-২৩ সেপ্টেম্বর চেন্নাই সকাল ১০টা
দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টে.-১ অক্টো. কানপুর  সকাল ১০টা
প্রথম টি-টোয়েন্টি ৬ অক্টোবর গোয়ালিয়র সন্ধ্যা সাড়ে ৭টা
দ্বিতীয় টি-টোয়েন্টি ৯ অক্টোবর দিল্লি সন্ধ্যা সাড়ে ৭টা
তৃতীয় টি-টোয়েন্টি ১২ অক্টোবর  হায়দরাবাদ সন্ধ্যা সাড়ে ৭টা

 

সম্পর্কিত খবর