আবারও হারল এইচপি দল

আবারও হারল এইচপি দল

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ আগের ম্যাচে হেরেছিল তাসমানিয়ার কাছে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নেমেছিল আকবর আলীর দল। এবার সেই ম্যাচেও হেরে বসেছে বাংলাদেশ এইচপি দল। অ্যাডিলেড জয় তুলে নিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ধাক্কা খায় শুরুতেই। টপ অর্ডার থেকে জিশান আলম বাদে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউই। জিশান করেন ২১ বলে ২৬। তার ওপাশে তানজিদ তামিম ১, পারভেজ ইমন ৮ আর আফিফ হোসেন করেন ২।

দলের হাল ধরেন আকবর আলি আর শামীম পাটোয়ারী। আকবর ৩৬ রান করেন, ওপাশে শামীম ৩২ বলে করেন ৪২ রান। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি খেলেন ৭ বলে ১৬ রানের ইনিংস। আর তাতে ভর করেই বাংলাদেশ তোলে ৮ উইকেটে ১৪৭ রান।

জবাবে শুরুতেই বাংলাদেশ ধাক্কা দেয় অ্যাডিলেডকে। ওপেনার জশ কানকে ফেরান রিপন মণ্ডল। তবে বাংলাদেশের মুখের হাসিটা মিলিয়ে গেল এরপরই। ওপেনার জেক উইন্টার অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে এগিয়ে নিতে থাকেন। ওপাশে নোয়া ম্যাকফেইডেন ৩৮ রান করে দলীয় ৮৪ রানে থামলেও উইন্টার ছিলেন শেষ পর্যন্ত। তিনি ৫৪ বলে করেন ৮২ রান। তার এমন ইনিংসে ভর করেই ১৭.৪ ওভারে জয় পেয়ে যায় অ্যাডিলেড।

আগামী তিন দিন টানা ম্যাচ খেলবে বাংলাদেশ। এই তিন দিনে তিন ম্যাচ দিয়েই বাংলাদেশের টপ এন্ড টি-টোয়েন্টি যাত্রা শেষ হবে। এই তিন ম্যাচে আকবরদের প্রতিপক্ষ হবে ক্যাপিটাল টেরিটরি, পাকিস্তান শাহিনস আর পার্থ স্কর্চার্স একাডেমি।

সম্পর্কিত খবর