বিশ্বকাপের টাকা পাননি ক্রিকেটাররা, যা বলল বিসিবি
২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে গেল বছরের নভেম্বরে। তবে তার পর থেকে ৮ মাস কেটে গেলেও এখনও টাকা পাননি বাংলাদেশের খেলোয়াড়রা, এমন এক খবর জানিয়েছিলেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
তিনি অভিযোগ জানান বিসিবির দায়িত্বে অবহেলার কারণেই এই সমস্যার মুখে পড়েছেন ক্রিকেটাররা। তবে এক বিবৃতিতে দায়িত্বে অবহেলার বিষয়টি উড়িয়ে দিয়েছে বিসিবি। সে বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বা কোনপ্রকার দায়িত্বে অবহেলার কারণে এই বিলম্ব হয়নি।
বিসিবি বিবৃতিতে জানাচ্ছে যে প্রধান আইসিসি ইভেন্টগুলোর জন্য পুরস্কারের অর্থ, যেমন পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ, সেসব টুর্নামেন্টে সাধারণত আসর শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই হাতে পাওয়া যায়। সে লক্ষ্যে ২০২৩ বিশ্বকাপ শেষের পরপরই বিসিবি আইসিসির কাছে প্রয়োজনীয় রশিদ জমা দেয়।
বিসিবি জানিয়েছে, এরপরও নির্ধারিত সময়ে ক্রিকেটারদের হাতে টাকা আসেনি মূলত ট্যাক্সের আনুষ্ঠানিকতা এবং সম্মতি সংক্রান্ত সমস্যার কারণে।
বিসিবির ভাষ্য, ‘এই বিলম্বের পেছনে বিসিবির কোনো অবহেলা নেই। সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আইসিসি ইভেন্টের প্রাইজমানি হাতে পাওয়া যায়। ২০২৩ নভেম্বরে শেষ হওয়া বিশ্বকাপের সময় প্রয়োজনীয় সব রশিদ আইসিসিকে দেওয়া হয়েছে। যদিও এরপর ট্যাক্স ও আরও অনেক কারণে টাকা দিতে দেরি হচ্ছে।’
ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাসকিন্স অ্যান্ড সেলস এলএলপিকে এই টাকা আদায় করার দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই অর্থ আগামী সপ্তাহের মধ্যেই হাতে চলে আসবে বলে আশা করছে বিসিবি।