সাকিবকে নিয়ে লাহোরে অনুশীলনে বাংলাদেশ
অনুশীলনে সাকিব আল হাসানের অনীহা সর্বজনবিদিত। সিরিজ শুরুর আগে অনুশীলনে তার দেখা পাওয়াই মুশকিল। তবে এবার পাকিস্তান সফরে দেখা গেল ব্যতিক্রম দৃশ্য। অনুশীলনের শুরু থেকেই দলের সঙ্গে হাজির সাকিব আল হাসান।
সাকিবকে ঢাকা থেকে সঙ্গে পায়নি বাংলাদেশ দল। কানাডা থেকে সরাসরি তিনি লাহোরে চলে গেছেন। যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে। আজ অনুশীলনেও তিনি যোগ দিয়েছেন, ব্যাটিং অনুশীলন করেছেন মনোযোগ দিয়ে।
পাকিস্তানে প্রথম টেস্টের আগে দুই দফায় অনুশীলন করবে বাংলাদেশ দল । যার প্রথম দফার প্রথম দিনের অনুশীলনে আজ (বুধবার) গাদ্দাফি স্টেডিয়ামে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। লাহোরের এই মাঠেই আগামী দুই দিনও অনুশীলন করবেন শান্ত-সাকিবরা।
লাহোর থেকে আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দল চলে যাবে ইসলামাবাদে। সেখানে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।