বাংলাদেশ-পাকিস্তান করাচি টেস্টে থাকছে না কোনো দর্শক 

বাংলাদেশ-পাকিস্তান করাচি টেস্টে থাকছে না কোনো দর্শক 

করোনাকালীন সময়ে সবশেষ কয়েক বছরে বেশ কয়েকটি ম্যাচ গড়িয়েছে স্টেডিয়ামে কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই। তবে এবার ভিন্ন কারণে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচ। করাচিতে বাংলাদেশ ও পাকিস্তানের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্টেডিয়ামে থাকবে না কোনো দর্শক। 

এমন কিছুর পেছনে অবশ্য যুক্তিসংগত কারণ দেখিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, পিসিবি। দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনের সূত্রমতে, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে করাচি স্টেডিয়ামের গ্যালারির সংস্কারের কাজ। এতেই ম্যাচটি গড়াবে কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই। 

পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি করাচি টেস্টটি চলবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে সিরিজের প্রথম টেস্টটি ২১ আগস্ট শুরু হবে হবে রাওয়ালপিন্ডিতে। 

করাচি টেস্টের ক্রিকেট বিক্রয়ের বিজ্ঞপ্তিও দিয়েছিল পিসিবি। তবে পরে সেটি সরিয়েও নিয়েছে তারা। এই প্রসঙ্গে সেই বিবৃতিতে পিসিবি জানায়, ‘ক্রিকেটে আমাদের নিবেদিত দর্শকদের ভূমিকার বিষয়টি আমরা বুঝতে পারছি, তারা খেলোয়াড়দের প্রেরণা দিয়ে ম্যাচকে আরও জমিয়ে তোলেন। যাইহোক, তাদের নিরাপত্তা দেওয়াই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় দ্বিতীয় টেস্ট চলাকালে আমরা স্টেডিয়াম ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। ফলে দ্বিতীয় ম্যাচের টিকিট বিক্রির বিজ্ঞপ্তিও সরিয়ে নেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন তাদের টাকাও ফেরত দেওয়া হবে।’

এদিকে সব ঠিকঠাক থাকলে ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসির ইভেন্ট বসতে যাচ্ছে পাকিস্তানে। তাই তো প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না তারা। 

সম্পর্কিত খবর