দ্বিতীয় দিন শেষে বিজয়দের বিপক্ষে শাহিনসের বিশাল লিড

দ্বিতীয় দিন শেষে বিজয়দের বিপক্ষে শাহিনসের বিশাল লিড

পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচটির প্রথম দিনেই স্রেফ ১২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ-এ দল। প্রথমদিন ২ ওভারে কোনো উইকেটে না হারিয়ে ২ রান করে দিন শেষ করে স্বাগতিকরা। আজ দ্বিতীয় দিন শেষে এবার রীতিমত রান পাহাড়ের দিকেই এগোচ্ছে সরফরাজ আহমেদের দলটি। এদিন ৪ উইকেটে ৩৬৭ রান তুলেছে তারা। এতেই বিজয়দের চেয়ে তারা এগিয়ে আছে ২৪৫ রানে।

পাকিস্তান শাহিনসের হয়ে এদিন ১৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন উমার আমিন। এছাড়া সৌদ শাকিল করেন ৭৬ রান। বাংলাদেশের পক্ষে সেখানে ২ উইকেট নেন হাসান মুরাদ। তানজিম ও নাইম নেন একটি করে।

শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি স্বাগতিকদেরও। দলীয় ২১ রানের মাথায় ফেরেন ওপেনার সাইম আইয়ুব। পরে তিনে নামা উমার আমিনকে নিয়ে ৯৬ রানের জুটিতে সেই চাপ সামলে নেন আরেক ওপেনার মোহাম্মদ হুরাইরা। তবে হুরাইরা ৩৯ রান ফিরলেও আমিন দেখান চার চমক। তৃতীয় উইকেটে শাকিলকে নিয়ে তার গড়া জুটি দাঁড়ায় ১৯৫ রান। এতেই গড়ে যায় রান পাহাড়ের ভিত। শেষ পর্যন্ত ৯০ ওভারে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।

এর আগে ইসলামাবাদে বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে। সেখানে একপ্রান্ত সামলে রেখে মাহমুদুল হাসান জয় এগোলেও আরেক প্রান্ত ব্যাটাররা ছিলেন যাওয়া আসার মধ্যেই।

দলের সংগ্রহ তিন অঙ্কে পৌঁছানোর আগেই সাজঘরে ফেরেন ৬ ব্যাটার। শেষ পর্যন্ত জয়ের ব্যাটে আসে সর্বোচ্চ ৬৫ রান। এছাড়া কেউ পেরোতে পারেননি ২০ রানের গণ্ডিও। ৪৪ ওভার ৩ বলেই ১২২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ এ দল।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ এঃ ১২২/১০ (৪৪.৩ ওভার); জয় ৬৫, মুশফিকুর ১৪; নাসিম ৩-২৪, হামজা ৩-৩৩

পাকিস্তান শাহিনসঃ ৩৬৭/১০ (৯০ ওভার); আমিন ১৭৭, শাকিল ৭৬; হাসান ২-৪৯, তানজিম ১-৬৭

সম্পর্কিত খবর