ঘরের মাঠে নিজেদের ‘সেরা কৌশল’ এখনো খুঁজে পায়নি পাকিস্তান
ঘরের মাটিতে সবশেষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। তবে সেই তিন সিরিজের একটি টেস্টেও জয়ের মুখ দেখেনি দলটি। তাই তো লাল বলের ক্রিকেটে দলের সর্বশেষ অবস্থান নিয়ে কিছুটা চিন্তিত তাদের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।
ঘরের মাঠে আসন্ন বাংলাদেশ সিরিজের আগে দলের সমস্যার কথাগুলো জানালেন মাসুদ। তার মতে, ঘরের মাঠে খেলার কৌশল এখনো খুঁজে পায়নি পাকিস্তান। তাই তো বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে এটি মূল লক্ষ্য থাকবে বাবর-নাসিমদের।
সম্প্রতি পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) পডকাস্টে মাসুদ বলেন, ‘আমরা এখনো নিজেদের সেরা কৌশল খুঁজে নিতে পারিনি, যে কৌশল আমাদের ব্যাটিং, বোলিং ও আমাদের খেলার ধরনের সঙ্গে যায়। এই কৌশলটা আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে। দল হিসেবে জিতব কীভাবে, সেটা জানতে হবে।’
এদিকে স্রেফ লড়াই করার মানসিকতা নয়, প্রতিপক্ষকে ছাপিয়ে কীভাবে ম্যাচের দখল নিজেদের দিকে নেওয়া যায় সেই বিষয়গুলোতেও লক্ষ্য রাখতে চায় পাকিস্তান।
নিরাপত্তা বিষয়ক বাঁধা কাটিয়ে ২০১৯ সাল থেকে ঘরের মাঠে খেলছে পাকিস্তান। এই পাঁচ বছরে সেখানে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জিতলেও নিজেদের আলাদা কৌশলটা এখনো খুঁজে পায়নি পাকিস্তান। আপাতত তাই ঘরের মাঠে যেই ঘরনার ক্রিকেট তাদের সঙ্গে উপযোগী হবে সেটি খোঁজাতেই নজর মাসুদদের।
চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।