ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত শর্মা
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে প্রায় সব ম্যাচেই নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষের বোলারদের। অধিনায়ক হিসেবে দলকে জিতিয়েছেন শিরোপাও। এতে নিজেকে দারুণ এক উচ্চতায় নিয়ে গিয়েছেন 'হিটম্যান' খ্যাত এই তারকা ব্যাটার।
বিশ্বকাপ মিশনের পর কিছুদিন বিশ্রামে ছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এরপর লঙ্কানদের বিপক্ষে সিরিজে আবার মাঠ কাঁপান তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে এবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুইয়ে অবস্থান করছেন রোহিত।
আজ (বুধবার) আইসিসি পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে পুরুষ ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন দুইয়ে আছেন ৩৭ বছর বয়সী এই ভারতীয়। তার রেটিং পয়েন্ট ৭৬৫। এই ফরম্যাটে তার মোট রান ১০,৮৬৬।
৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম এবং ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন রোহিতের জাতীয় দলের সতীর্থ শুবমান গিল। এদিকে তালিকায় বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। ৬০৬ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২৬তম।