অভিষেকেই বাজিমাত চাহালের

অভিষেকেই বাজিমাত চাহালের

ভারতের অন্যতম সেরা স্পিনারদের মধ্যে একজন যুজবেন্দ্র চাহাল। জাতীয় দল এবং আইপিএলে তার স্পিন ঘূর্ণির দাপট বহুবার দেখেছে ক্রিকেট বিশ্ব, এবার বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে দেখালেন নিজের জাদু। মেট্রো ব্যাঙ্ক কাপে নিজের অভিষেক ম্যাচেই মাত্র ১৪ রান খরচে ৫ উইকেট তুলে নিলেন চাহাল!

অথচ ম্যাচ শুরুর এক ঘণ্টা আগেও তিনি জানতেন না যে একাদশে তাকে রাখা হবে কিনা। তবে সুযোগের সদ্ব্যবহার ঠিকই করে দেখিয়েছেন তিনি। ১০ ওভারের স্পেলে মাত্র ১৪ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করার নজির এই প্রথম। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ৩৫.১ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

এদিন কেন্ট স্পিটফায়ারের বিপক্ষে মাঠে নেমেছিল চাহালের দল। যদিও দুই দলের কেউই লিগের নকআউট পর্বে পৌঁছাতে পারেনি। তবে স্পিটফায়ার গ্রাউন্ডে প্রায় ২৩০০ দর্শক উপভোগ করেছেন চাহালের জাদুকরী বোলিং। তার স্পিনের প্রশংসা করেছেন বিপক্ষ দলের সমর্থকরাও।

সম্পর্কিত খবর