সতীর্থদের পাশে তামিম, আর খেলবেন কিনা জানেন না
তামিম বিহীন বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। সমালোচনা চলছে চারদিকেই। তামিম কেনো নেই? কোচ-ক্যাপ্টেন তথা টিম ম্যানেজমেন্টকে নিয়মিতই পড়তে হচ্ছে এমন প্রশ্নের মুখে। প্রশ্নের ভানে বিদ্ধ পুরো দল। অথচ উত্তর দিতে পারছেন না কেউই। এবার তামিম নিজেই দাঁড়ালেন সতীর্থদের পাশে। আহ্বান জানালেন পাশে থাকার।
শুক্রবার দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ২৫তম বর্ষপূর্তিতে বাংলাদেশ দল নিয়ে অবশেষে মুখ খুলেছেন ড্যাশিং এই ব্যাটার। নিজে দলের সাথে না থাকলেও সতীর্থদের হতাশা এবং তাদের পরিবারের অবস্থা বুঝতে পারছেন তামিম। আর সে কারণেই নিজে দল থেকে বাদ পড়লেও দুঃসময়ে সতীর্থদের পাশে দাঁড়াতে ভুলেননি তিনি।
তামিম বলেন, ‘একটু চিন্তা করেন, ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ। আমি খেলি বা না খেলি, সেটা সত্যিই ব্যাপার না। বাংলাদেশ খেলছে, ফলে আমাদের সমর্থন করা উচিত। দেশ থেকে আমাদের ভালোবাসা দেখানো উচিত।’
এদিন জাতীয় দলের পাশাপাশি তামিম কথা বলেছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও। আবার তাকে মাঠে দেখা যাবে কিনা সেটা খোলাসা করেননি যদিও। ‘জানি না খেলবো কি খেলবো না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন, আর যদি না খেলি তাহলে তো একই। দোয়া করবেন আমার জন্য।’