গোল-শিরোপায় রঙিন এমবাপের রিয়াল অভিষেক

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৪৯ এএম | ১৫ আগস্ট, ২০২৪

এমনই যেন হওয়ার কথা ছিল! কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামবেন প্রথম বার, গোল করবেন, শিরোপা জিতবেন… হয়েছেও তাই। রিয়ালের হয়ে প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন ফরাসি মহাতারকা, তাতে ভর করে রিয়াল মাদ্রিদ জিতে নিল মৌসুমের প্রথম শিরোপা। আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রিয়াল উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন বনে গেছে আরও একবার। 

পোল্যান্ডের ওয়ারশওতে গত রাতে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আতালান্তা রিয়াল মাদ্রিদকে প্রথমার্ধে বেশ ভুগিয়েছে। জমাট রক্ষণ নিয়ে খেলতে নেমে শুরুর ৪৫ মিনিটে কোনো গোল করতে দেয়নি ইউরোপসেরা দলটাকে। 

ডেডলকটা ভাঙল ফেদে ভালভার্দের কল্যাণে। ৫৯ মিনিটে আতালান্তা রক্ষণ যখন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা এমবাপেকে নিয়ে ব্যতিব্যস্ত, তার ফায়দাটাই নিলেন ভালভার্দে। করে বসলেন গোল, আর তাতেই রিয়াল পেয়ে যায় প্রথম গোল।

আতালান্তা ম্যাচের শুরু থেকে এমবাপেকে নিয়ে ব্যস্ত ছিল। তবে তাদের সে চেষ্টাও সফল হয়নি। ৬৮ মিনিটে বক্সে ঢুকে পড়া জুড বেলিংহ্যামের বাড়ানো বল খুঁজে পায় এমবাপেকে। এরপর গোলরক্ষক আর রক্ষণকে ফাঁকি দিয়ে বলটা জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি রিয়ালে সদ্য যোগ দেওয়া এই ফরাসি তারকার। 

দুই গোলের লিড নিয়েই রিয়াল ম্যাচটা শেষ করে। জিতে নেয় উয়েফা সুপার কাপ, মৌসুমের প্রথম শিরোপাটা। তাতে কোচ কার্লো আনচেলত্তির একটা রেকর্ডও হয়ে গেছে। রিয়ালের কোচ হিসেবে সর্বোচ্চ ১৪টি শিরোপা দলকে জিতিয়েছেন তিনি, ছুঁয়ে ফেলেছেন মিগেল মুনোজের রেকর্ড। 

খেলার দুনিয়া | ফলো করুন :