দুই ম্যাচ পর জয়ের মুখ দেখলেন আকবররা
প্রথম ম্যাচে জয় দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ এইচপি দল। তবে পরের দুই ম্যাচে দুটো শোচনীয় হার দলকে ঠেলে দিয়েছিল ব্যাকফুটে। সে দুই ম্যাচ পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে আকবর আলীর দল। আজ অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটা।
টস জিতে ব্যাট করতে নেমেছিল ক্যাপিটাল। তবে বাংলাদেশের বোলাররা শুরু থেকেই চেপে ধরেছিলেন অজি ব্যাটারদের। এই কৃতিত্বের একটা বড় অংশ যাবে রিপন মণ্ডলের ঝুলিতে। তিনি ২৬ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। আবু হায়দার রনির শিকার ২ উইকেট। সব মিলিয়ে ক্যাপিটাল টেরিটরি ১২৪ রানেই আটকে যায়।
জবাবে আজ ওপেনাররা বাংলাদেশকে ভালো একটা শুরু এনে দেন। তানজিদ তামিম আর জিশান আলমের ব্যাট থেকে আসে ৫১ রানের জুটি। ১৮ রান করে তানজিদ বিদায় নিলেও ৫০ রানের মাইলফলক ছুঁয়েছেন জিশান। ৩৬ বলে ৫০ করে আউট হন তিনি।
তবে তার বিদায়ের পরও বাংলাদেশ পথ হারায়নি। পারভেজ হোসেন ২৩ রান করেন। দীর্ঘ অফ ফর্মে থাকা আফিফ আজ দুই অঙ্ক ছুঁয়েছেন সিরিজে প্রথম বারের মতো, ১৭ রান করেছেন তিনি। দুজনেই অবশ্য শেষ দিকে এসে আউট হয়েছেন। যদিও এরপর আকবর আলী আর শামীম পাটোয়ারী মিলে খেলা শেষ করে তবেই ডাগআউটে ফিরেছেন।
এই জয়ের পর তৃপ্তির ঢেঁকুর তোলার কোনো উপায় নেই বাংলাদেশ দলের। আগামীকাল সকালেই দলকে নামতে হবে মাঠে। নিজেদের পঞ্চম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্স।