ছুরিকাঘাতে আহত ইয়ামালের বাবা
স্প্যানিশ সংবাদ মাধ্যম লা ভ্যানগার্দিয়া চাঞ্চল্যকর এক তথ্যই দিল। স্পেনের কাতালুনিয়ায় ছুরিকাঘাতে আহত হয়েছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের বাবা মুনির নাজরাভি।
স্পেনের কাতালুনিয়ায় জন্ম ইয়ামালের। তার পৈত্রিক নিবাস মাতারো অঞ্চলে। ইয়ামালের ক্লাব বার্সেলোনা থেকে এই শহরের দূরত্ব ৩০ কিলোমিটার। তার বাবা মুনির ও তার দাদি এখানেই থাকেন।
সেই শহরেই তার বাবা মুনির আহত হলেন এবার। তবে মুনিরকে এই আঘাত কে বা কারা করেছে, এই বিষয়ে কিছু জানাতে পারেনি কাতালুনিয়া পুলিশ বিভাগ। এ অপরাধের তদন্তের দায়িত্বে আছে তারাই।
লা ভ্যানগার্দিয়া জানাচ্ছে, মাতারো অঞ্চলে পোশা কুকুরকে নিয়ে ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছিলেন। সেখানে কিছু মানুষের সঙ্গে তর্কাতর্কি হয় মুনিরের। তা শেষে মানুষগুলো ফিরে যায়। তবে তারা কিছুক্ষণ পর আবারও তার কাছে ফিরে আসে, তাকে ছুরিকাঘাত করে চলে যায়।
কাতালুনিয়া পুলিশ এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে ভ্যানগার্দিয়া জানাচ্ছে, ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে আঘাত পাওয়ার পর ইয়ামালের বাবা গুরুতর আহত হন। তবে তার অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানিয়েছে লা ভ্যানগার্দিয়া।