এমবাপে নিজের ইতিহাস নিজেই লিখতে জানে: বেলিংহাম 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৪৬ পিএম | ১৫ আগস্ট, ২০২৪

অনেক জল্পনা-কল্পনা শেষে জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। তাকে ঘিরে লস ব্লাঙ্কোসদের ভক্ত-সমর্থকদের প্রত্যাশাটা ছিল আকাশচুম্বী। যেই প্রত্যাশার মান রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই রাখলেন এই ফরাসি তারকা ফরোয়ার্ড। অভিষেক ম্যাচেই করলেন গোল। রাখলেন উয়েফা সুপার কাপের শিরোপা জেতায় ভূমিকা। শুরুতেই এমবাপের এমন পারফর্মে তাকে ঘিরে উল্লাসে মেতেছে সতীর্থরাও। জুড বেলিংহাম তো সরাসরিই বলে দিলেন, এমবাপে নিজের ইতিহাস নিজেই লিখতে জানে।

আতালান্তা বিপক্ষে সুপার কাপের ফাইনালে দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। সেখানে অ্যাসিস্ট করেছিলেন বেলিংহাম। এই ইংলিশ তারকা মিডফিল্ডার এবার ম্যাচ শেষে আপ্লূত এমবাপেকে নিয়ে। 

অভিষিক্ত এমবাপেকে নিয়ে বেলিংহাম বলেন,  ‘সে এমন একজন ফুটবলার, যে নিজের ইতিহাস নিজেই লিখতে জানে। সবসময়ই সে দলের জন্য নিজেকে মেলে ধরে এবং আজকেও তা করেছে।’

ম্যাচের আগে এমবাপে গোল করবেন কি-না এ নিয়ে কোনো আলাপই হয়নি ড্রেসিংরুমে বলে জানান বেলিংহাম। তবে সবার প্রত্যাশা ছিল এমনটা হবেই। যা হয়েছেও শেষ পর্যন্ত। 

রিয়ালের আসার সময়টা কয়েকদিনেরও হয়ে এমবাপে সেখানে মানিয়ে নিয়েছেন বেশ ভালোভাবে। সঙ্গে ভাসালেন প্রশংসাতেও। ‘তাকে নিয়ে যত প্রশংসাই করি, কম হবে। তার এখানে আসার সম্ভাবনা নিয়ে লোকে কথা বলছে অনেক দিন ধরেই। তাই মনে হচ্ছে যেন, সে এখানে অনেক দিন ধরেই আছে। চমৎকারভাবে দলে মানিয়ে নিয়েছে সে।’

 

খেলার দুনিয়া | ফলো করুন :