বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ এ দলের তৃতীয় দিনের খেলা 

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ এ দলের তৃতীয় দিনের খেলা 

বাংলাদেশ এ দল ও পাকিস্তান শাহিনসের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচটি আরও একবার পড়ল বৃষ্টি বাঁধার মুখে। এবার তো ভেস্তে গেল পুরো দিনের খেলাই। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে মধ্যাহ্ন বিরতির পরও বৃষ্টি না থামলে দিনের খেলা সেখানেই সমাপ্তি ঘোষণা করে ম্যাচ আম্পায়াররা। 

ম্যাচটিতে বৃষ্টি বাঁধার ঘটনা এই প্রথম নয়। ম্যাচের প্রথম দিনেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়েছে দেরীতে। সেদিন খেলা হয়েছিল ৪৬ ওভার ৩ বল। সেখানে বাংলাদেশ এ দল ১২২ রানে অলআউটের পর পাকিস্তান শাহিনস ২ ওভারে করেছিল ২ রান। 

দ্বিতীয় দিনে অবশ্য আসেনি বৃষ্টির বাঁধা। সেখানে উমার আমিনের ১৭৭ রানের নান্দনিক ইনিংস  ও সৌদ শাকিলের ৭৬ রানে চড়ে বিশাল লিডের পথে এগোয় স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা শেষেই ৯০ ওভারে ৪ উইকেটে তাদের সংগ্রহ ছিল ৩৬৭ রান। এতে তারা এগিয়ে আছে ২৪৫ রানে। এবার তৃতীয় তিনে কোনো বল না গড়ালে রানের পরিসংখ্যান আছে আগের মতোনই। 

এদিকে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে দলের সংগ্রহ তিন অঙ্কে পৌঁছানোর আগেই সাজঘরে ফেরেন বাংলাদেশ এ দলের ৬ ব্যাটার। শেষ পর্যন্ত জয়ের ব্যাটে আসে সর্বোচ্চ ৬৫ রান। এছাড়া কেউ পেরোতে পারেননি ২০ রানের গণ্ডিও। ৪৪ ওভার ৩ বলেই ১২২ রানে গুটিয়ে যায় এনামুল হক বিজয়ের দল। 

সম্পর্কিত খবর