আরও এক বছর এনসিএ’র প্রধান ভিভিএস লক্ষণ
ভারতের বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) বর্তমান প্রধান দেশটির সাবেক তারকা ব্যাটার ভিভিএস লক্ষণ। তবে তার সঙ্গে প্রাথমিক চুক্তিটা শেষের পথে। যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের সেপ্টেম্বরে। তবে সেই চুক্তিটা অন্তত আরও এক বছরের জন্য বাড়াতে চলেছেন লক্ষণ।
লক্ষণের চুক্তি বৃদ্ধির বিষয়টি মূলত বেঙ্গালুরুতে এনসিএ'র নতুন অত্যাধুনিক ক্যাম্পাস উদ্বোধনকে মাথায় রেখে। ২০২২ সালের জানুয়ারিতে যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল।
এদিকে লক্ষণ আইপিএলের আগামী মৌসুমে প্রধান কোচের ভূমিকায় দেখার আলোচনা শুরু হয়েছিল। তবে এই দায়িত্ব এনসিএর প্রধান থাকাকালীন পালন করা সম্ভব নয়। এতে আপাতত সেই সম্ভাবনা থাকছে অপেক্ষাতেই।
বছর তিনেক আগে এনসিএ'র এই দায়িত্বে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে ইনজুরি ম্যানেজমেন্ট, ক্রিকেটারদের পুনর্বাসন প্রক্রিয়া, কোচিং প্রোগ্রাম এছাড়াও জাতীয়-বয়সভিত্তিক-মেয়েদের দলের রোডম্যাপ প্রস্তুতের বিষয়গুলো সামলিয়ে আসছেন লক্ষণ। এবং সামনে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারতের এ দলের সফর স্থিতিশীল রাখা।
এদিকে এনসিএ'এর নতুন এই অত্যাধুনিক ক্যাম্পাসে থাকছে ১০০টি পিচ, ৪৫টি ইনডোর পিচ, তিনটি আন্তর্জাতিক মাপের মাঠ, একটি আধুনিক পুনর্বাসন কেন্দ্র, থাকার ব্যবস্থা এবং অলিম্পিক আকারের পুল ছাড়াও বেশ কিছু সুযোগ-সুবিধা।