নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন অ্যালেন ও কনওয়ে

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন অ্যালেন ও কনওয়ে

চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান কেন উইলিয়ামসন। ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোকে নিয়মিত হতেই এমন সিদ্ধান্ত নেন কিউইদের সাদা বলের দুই ফরম্যাটের এই অধিনায়ক। ঠিক একই কারণ দর্শীয়ে এবার কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন আরও দুই ক্রিকেটার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন।

২০২৪-২৫ মৌসুমের জন গত বছরের জুলাইয়েই ২০ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাব জানিয়েছিল দেশটির ক্রিকেট সংস্থা, এনজেডসি। তবে সেটি শুরুর আগেই উইলিয়ানসনের পর সরে দাঁড়ালেন কনওয়ে-অ্যালেনরাও।

উইলিয়ামসনের মতো কনওয়ে অবশ্য ‘নৈমিত্তিক’ বা অনিয়মিত চুক্তিতে সই করেছেন। অর্থাৎ, আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ এবং পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে খেলবেন না এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া কিউইদের বাকিসব আন্তর্জাতিক ম্যাচ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাবে কিউইরা।

এতেই কনওয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে নিউজিল্যান্ড। তারই কৃতজ্ঞতা সরূপ ধন্যবাদ জানিয়ে কনওয়ে বলেন, কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে দূরে থাকা মানে এই নয় যে বিষয়টিকে আমি হালকাভাবে নিয়েছি। তবে আমার বিশ্বাস, এ মুহূর্তে এটাই আমার ও আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো হবে। ব্ল্যাকক্যাপসের হয়ে খেলা এখনো আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে।

এদিকে অ্যালেন থাকছেন না কোনো ধরণেই চুক্তিতেই। এতে সামনে যেকোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলা নিয়েই তার কোনো বাঁধা থাকছে না।

কনওয়ে ও অ্যালেনের বদলি হিসেবে দু'জনকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব জানাবে এনজেডসি। তবে সেই বিষয়ে এখনো বিস্তারিতভাবে কিছু জানায়নি তারা।

সম্পর্কিত খবর