দলে মাত্র একজন স্পিনার রাখার কারণ জানালেন গিলেস্পি

দলে মাত্র একজন স্পিনার রাখার কারণ জানালেন গিলেস্পি

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেই সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অবাক করা বিষয় হচ্ছে যে, স্কোয়াডে মাত্র একজন স্পিনার রেখে দল সাজিয়েছেন পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি।

দলে একাধিক বিশ্বমানের পেসার থাকলেও মাত্র একজন স্পিনার কেন? পাকিস্তান দলের সমর্থকদের মনেও একই প্রশ্ন। এবার এই সিদ্ধান্তের কারণ নিজেই জানালেন দলটির কোচ।

গিলেস্পি জানিয়েছেন, ‘আমাদের দুজন বিশেষায়িত স্পিনার আছে। সালমান আলী আগা বিশেষায়িত স্পিনার হিসেবে যথেষ্ট ভালো। আমরা যতটুকু দেখেছি, অফ স্পিনে তার অনেক সম্ভাবনা আছে। আর আবরার আহমেদ অবশ্যই বেশ ভালো তরুণ একজন বোলার, যে ক্যারিয়ারের শুরুর পর্যায়ে এখন আছে।’

কোচ আরও বলেন, ‘আমাদের সব দিকই ভালো আছে। আমাদের সিম বোলিংয়ে বিকল্প অনেক এবং স্পিন বোলিংয়েও তাই। ব্যাটিংও বৈচিত্র্যময়। আমার বিশ্বাস, সব দিকই কাভার করা আছে।’

সাবেক অজি ক্রিকেটার গিলেস্পি বিশ্বাস করেন, লম্বা বিরতির পর টেস্টে ফিরছে পাকিস্তান দল। দলের ভারসাম্য এই মুহুর্তে বেশ ভালো। অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে দল। বাংলাদেশের বিপক্ষে দারুণ একটি সিরিজ হবে এমন আশা করেন কোচ।

সম্পর্কিত খবর