বাংলাদেশের টিম কম্বিনেশন সম্পর্কে যা বললেন মুশতাক

বাংলাদেশের টিম কম্বিনেশন সম্পর্কে যা বললেন মুশতাক

বাংলাদেশ দলের বর্তমান স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তিনি ছিলেন পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার। তার দেশের বিপক্ষেই এবার সিরিজ খেলতে নামছে টাইগাররা। ২১ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি ঘিরে নিজেদের লক্ষ্য এবং বাংলাদেশ দলের সার্বিক অবস্থা সম্পর্কে কথা বললেন মুশতাক।

আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই দলের কোচই। টাইগার স্পিনারদের প্রশংসায় মুশতাক বলেন, ‘বাংলাদেশের যে স্পিনার আছে, সাধারণতভাবেই তারা খুব খুব ভালো স্পিনার, ম্যাচ উইনার। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। এটা আমার জন্য দারুণ সম্মানের ওদের সঙ্গে কাজ করা। ভালো কয়েকজন ছেলে আছে। তারা কথা শোনে। আমি ভালো সময় কাটাচ্ছি ওদের সঙ্গে। ওরা ভালো শিখতে পারে।’

বোলারদের গাইড করা এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে পারাটা খুব দরকার। তিনি আরও বলেছেন, ‘আমার লক্ষ্য হচ্ছে টেকটিক্যাল ব্যাপারগুলো নিয়ে বলা। টেকটিক্যালি আপনার স্পিনারদের বলতে হবে কীভাবে অ্যাঙ্গেলটা ব্যবহার করতে হবে, পিচ রিড করা এবং কোন জায়গা থেকে বল করতে হবে, কোন ব্যাটারের জন্য কেমন ফিল্ডিং সাজাতে হবে। আপনার যত অভিজ্ঞতাই থাকুক, এই রিমাইন্ডারগুলো দরকার হবে।’

রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। যেখানে বাংলাদেশের বোলাররা বেশ কার্যকর হবেন এমনটাই আশা করছেন মুশতাক। তিনি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ দল পাকিস্তানের মাটি থেকে ভালো ফলাফল নিয়ে আসবে।

সম্পর্কিত খবর