পাকিস্তানে দলকে উজ্জীবিত করছেন সাকিব-মুশফিক
সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম বাংলাদেশ দলে বর্তমানে সবচেয়ে প্রবীণ ক্রিকেটার। তাদের ওপর দায়িত্বটা তাই সবার চেয়ে বেশি। স্পিন কোচ মুশতাক আহমেদ জানালেন, সে দায়িত্বটা ভালোভাবেই সামলাচ্ছেন দুজনে। দলকে উজ্জীবিত রাখার কাজটা করে যাচ্ছেন সাকিব-মুশফিক।
তিনি বলেন, ‘সব খেলোয়াড়ই প্রথম টেস্টটা নিয়ে বেশ রোমাঞ্চিত। সাকিব আর মুশফিক দুই সিনিয়র খেলোয়াড়। তারা দলটাতে ইতিবাচক একটা ভূমিকায় আছে। ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিতে হয়। কারণ তারা খেলোয়াড়দের সঙ্গে ভালোভাবেই আচরণ করছে। এখন আমাদের লক্ষ্য স্রেফ ক্রিকেট।’
কাজটা সহজ নয় আদৌ। দেশজুড়ে শেষ কিছু দিনে অস্থিতিশীলতার কারণে খেলায় মনোযোগ দেওয়াটা কঠিন ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের চট্টগ্রামে অনুশীলন ব্যহত হয়েছে, ম্যাচ পিছিয়ে গেছে। এরপর ঢাকায় ফিরে ফিটনেস টেস্ট হয়নি একটা। এরপর কোচ হাথুরু ফেরার পর থেকে পূর্ণাঙ্গ অনুশীলন সেশনও হয়নি।
বৈষম্য বিরোধী আন্দোলনের ওপর তৎকালীন সরকারের দমন-পীড়ন নীতি সবারই মনে বিরূপ ছাপ রেখেছে। ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নন। বিভিন্ন সময়ে নিজেদের ফেসবুক পাতায় বার্তা দিয়েছেন সবাই।
তবে এখন আবার ক্রিকেটে ফেরার সময়। পাকিস্তানের মাটিতে আসন্ন সিরিজকে সামনে রেখে তাই করছেন সাকিব-মুশফিকরা।