যুক্তরাষ্ট্রের কোচ হচ্ছেন পচেত্তিনো
মরিসিও পচেত্তিনোকে কোচ হিসেবে নিয়োগ দিতে চলেছে যুক্তরাষ্ট্র ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন দলটির কোচের দায়িত্বে, জানাচ্ছে দ্য অ্যাথলেটিক। আর্জেন্টাইন এই কোচ দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে প্রথম বারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব পেতে চলেছেন এবার।
আগামী ফিফা বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। সঙ্গে মেক্সিকো আর কানাডাও আছে সহ আয়োজক হিসেবে। কিন্তু বিশ্বকাপের সিংহভাগ আয়োজন করবে যুক্তরাষ্ট্রই। সেই দেশের ফুটবল দলের কোচের দায়িত্ব পেলেন পচেত্তিনো।
৫২ বছর বয়সী পচেত্তিনো তার সবশেষ ক্লাব চেলসির দায়িত্ব হারিয়েছিলেন গেল মে মাসে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় চেলসি। এদিকে যুক্তরাষ্ট্র গেল জুলাই মাসে বরখাস্ত করে গ্রেগ বারহাল্টারকে। তার অধীনে ঘরের মাঠে আয়োজিত কোপা আমেরিকার গ্রুপ পর্ব পেরোতে পারেনি বলেই এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ফুটবল।
এরপর থেকে কোচের খোঁজে হন্যে হয়ে নেমেছিল যুক্তরাষ্ট্র। কোচ ইয়ুর্গেন ক্লপকে পেতে চেয়েছিলেন কর্তারা। তবে শেষমেশ সে চেষ্টা আলোর মুখ দেখেনি, কারণ ক্লপ আপাতত ফুটবল থেকে খানিকটা দূরে থাকতে চাইছেন।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পছন্দ ছিল পচেত্তিনো। সে চেষ্টায় সফল হয়েছে দেশটি। তাকেই দুই বছরের মেয়াদে কোচ করে নিচ্ছে এবার।
কোচিং ক্যারিয়ারে পচেত্তিনো দায়িত্বে ছিলেন বেশ কিছু বড় দলের। ২০০৯ সালে এস্পানিয়লের কোচ হয়েছিলেন তিনি। এরপর থেকে সাউদাম্পটন, টটেনহ্যাম, পিএসজি, চেলসির মতো ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি।