সাকিব তার সামর্থ্যের ১০ ভাগও খেলছে না

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৪৬ পিএম | ০৩ নভেম্বর, ২০২৩

২০১৯ বিশ্বকাপে দারুণ এক আসরই কাটিয়েছেন সাকিব আল হাসান। তবে ২০২৩ বিশ্বকাপে তিনি খেলছেন তার ঠিক উল্টো। সব মিলিয়ে দেড়শো রানও করতে পারেননি ছয় ম্যাচ খেলে। এমন পারফর্ম্যান্স দেখে বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সাকিব তার সামর্থ্যের ১০ ভাগের ১ ভাগও খেলতে পারেননি এবারের বিশ্বকাপে। 

আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাকিব যা খেলছে, এটা তার সামর্থ্যের টেন পার্সেন্টও না। সে নিজেও জানে এটি।

সে বিষয়টা সাকিবও জানেন। সে কারণেই মূলত ঢাকায় এসেছিলেন, জানান সুজন। তিনি বলেন, যে কারণেই ঢাকায় গেছে। এমন পারফরম্যান্স নিয়ে সে নিজেও হতাশ। ২০১৯ বিশ্বকাপে সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবার পারছে না।

তবে এবারের বিশ্বকাপে শুধু সাকিবই যে ব্যর্থ, বিষয়টা এমন নয়। গোটা ব্যাটিং ইউনিটই তো ব্যর্থ। প্রতি ম্যাচেই দ্রুত উইকেট বিলিয়ে আসছেন ব্যাটাররা। বড় শীর্ষ চারে নেমে সেঞ্চুরি নেই একটিও। 

সুজন তাই শুধু সাকিবকে এ ব্যর্থতার জন্য দায়ী করতে নারাজ। তার কথা, কিন্তু, দলে তো সে একা খেলে না। হ্যাঁ, অধিনায়ক হিসেবে দায় নিতে হবে তাকে। তবে, ব্যর্থতা সবারই। ছেলেদের স্কিল তো কমে যায়নি।

খেলার দুনিয়া | ফলো করুন :