ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে আগ্রহী শাকিব খান

ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে আগ্রহী শাকিব খান

বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লিগগুলোতে দলের মালিক হিসেবে দেখা যায় সেই দেশেরই তারকাদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তো এই নজির শুরু থেকেই দেখে আসছে ক্রিকেটে বিশ্ব। যেমন কলকাতা নাইট নাইডার্সের মালিকানায় আছে বলিউড কিং শাহরুখ খান, রাজস্থানের সঙ্গে জড়িত ছিলেন শিল্পা শেঠি এবং পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যেকোনো দলের মালিকানায় এখন পর্যন্ত কোনো তারকাকে দেখা যায়নি। অবশেষে দর্শক-সমর্থকদের সেই অপেক্ষায় শেষ হতে পারে। কারণ বিপিএলে মালিকানায় দেখা যাওয়ার সম্ভাবনা আছে বড় পর্দার সুপারস্টার শাকিব খানকে!

ঢাকা দলের মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে শাকিবের কোম্পানি। এওনকি ফ্র্যাঞ্চাইজি ফি’র দেড় কোটি টাকাও তারা জমা দিয়েছে।

ঢাকার বর্তমান মালিক নিউটেক্স গ্রুপ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা আর মালিকানায় থাকতে চায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাই নতুন কাউকে খুঁজছে। ঠিক এই সময়েই শাকিবের কোম্পানি ওয়ালটনের কস্মেটিক্স ব্র্যান্ড রিমার্ক-হারল্যান অগরসর হয়েছে।

এই কোম্পানিটির শুভেচ্ছাদূত আবার টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির এক সূত্রমতে, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিলেও এখনই মালিকানা পাচ্ছে না শাকিবের কোম্পানি। কারণ যারা মালিকানাটি হস্তান্তর করবেন তারা সম্প্রতি সময়ে হওয়া আন্দোলনের পর থেকেই নিখোঁজ রয়েছেন। বিপিএলের গভর্নর বডির কর্মকর্তারা ফিরে না আসা পর্যন্ত এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে না।

সম্পর্কিত খবর