হারের বৃত্তে বাংলাদেশ এইচপি দল
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও হারের মুখ দেখল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশের তৃতীয় পরাজয় এটি। এই হারের পর পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে এদিন ৩ উইকেটে হেরেছেন তানজিদ-আফিফরা। টসে হেরে শুরুতে ব্যাট হাতে ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন কিছুটা আশা জাগান, তাদের ব্যাটে ভর করে রানের গতি সচল রাখে বাংলাদেশ।
তবে পরপর দুইজনই সাজঘরে ফেরত যাওয়ায় বিপাকে পড়ে টাইগাররা। শামীম ও মাহফুজুর শেষ পর্যন্ত দলের হয়ে লড়াকু পুঁজি সংগ্রহ করেন। দলীয় ১৪১ রানে থামে তাদের ইনিংস।
রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে স্বাগতিকরা। হারিসের ব্যাটে ভর করে শুরুতেই এগিয়ে যায় শাহিনস। তিনি সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন ইউসুফ ও উসমান। ইসলাম। শেষে জাহানদাদ ও ইরফানের ওপর নির্ভর করে জয়ের দুয়ারে পৌঁছে যায় তারা।
ইনিংসের ৭ বল বাকি থাকতেই লক্ষ্য টপকে যায় পাকিস্তান। যদি এদিন ১ উইকেট শিকার করে বঙ্গ অপরাজিত ৪১ রানের সুবাদে ম্যাচসেরা হন বাংলাদেশের মাহফুজুর।
সেমি-ফাইনালের টিকিট কাটতে টুর্নামেন্টের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় প্রথম পর্বের শেষ ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এইচপি দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৪১/৫ (শামীম ৪৪*, মাহফুজুর ৪১*; ফয়সাল ৩-১০, মুবাশশির ১-২১)
পাকিস্তান শাহিনস: ১৮.৫ ওভারে ১৪৩/৭ (ইউসুফ ৩৭, হারিস ৩২; রকিবুল ১-২৩, মাহফুজুর ১-২৬)
ফল: পাকিস্তান শাহিনস ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহফুজুর রহমান