অভিষেকেই ইউনাইটেডকে জেতালেন জির্কজি

অভিষেকেই ইউনাইটেডকে জেতালেন জির্কজি

নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার শঙ্কা জেগেছিল ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। তবে জশুয়া জির্কজি শেষমেশ তা হতে দেননি। তার একমাত্র গোলেই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা।

গত রাতে নিজেদের মাঠে ফুলহামকে আতিথ্য দিয়েছে ইউনাইটেড। ম্যাচে গোলের সুযোগ কম তৈরি করেনি দলটা। তবে সে সুযোগগুলো কাজে লাগাতে পারছিল না কোচ এরিক টেন হাগের দল।

প্রথমার্ধে গোল পায়নি। দ্বিতীয়ার্ধেও একই দৃশ্য চলছিল। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে অধরা গোলের দেখা পেয়ে যায় ইউনাইটেড। 

ডান পাশে বল বাড়ান জির্কজি। এরপর ঢুকে পড়েন তিনি। এদিকে বল পেয়ে সেটা নিচু ক্রস করে বক্সের ভেতর দেন আলেহান্দ্রো গারনাচো। সেটা আয়ত্বে নিয়ে দারুণ এক গোল করে বসেন জির্কজি। 

সেই এক গোলই ইউনাইটেডের জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। দলটা নতুন মৌসুম শুরু করে হাসিমুখ দিয়ে। 

সম্পর্কিত খবর