ডোপিং মামলায় নিষিদ্ধ হলেন ডিকভেলা

ডোপিং মামলায় নিষিদ্ধ হলেন ডিকভেলা

নতুন বিতর্কে আবারও জড়ালেন শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা। ডোপ্পিং কান্ডে নিষিদ্ধ হয়েছেন তিনি। শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কার অ্যান্টি-ডোপিং এজেন্সি চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময় পরীক্ষাটি করেছিল। এতে নমুনা পরীক্ষার পর ডিকভেলার নাম উঠে এসেছে। অতি শীঘ্রই তার শাস্তি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটি বহাল থাকবে৷

আনুষ্ঠানিক বিবৃতিটিতে বলা হয়েছে, ‘ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (WADA) নির্দেশিকা অনুসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেট যাতে নিষিদ্ধ পদার্থের প্রভাব থেকে মুক্ত থাকে তা নিশ্চিত করার লক্ষ্যেই এটি করা হয়েছে।’

এলপিএলের ২০২৪ আসরে গল মার্ভেলসের নেতৃত্বে ছিলেন লঙ্কান এই ক্রিকেটার। এরপর জাতীয় দলের হয়ে এখনো মাঠে নামা হয়নি তার। নিষিদ্ধ হলে এরপর ঠিক করে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সে বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করে জানানো হয়নি।

সম্পর্কিত খবর