পাকিস্তান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

পাকিস্তান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে আগামী ২১ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ স্কোয়াডে ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। কিন্তু কুঁচকির চোটের কারণে এই সিরিজে আর খেলা হচ্ছে না এই টাইগার ওপেনারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, জয়ের সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। এমনটা হলে দুটি টেস্টই মিস করবেন তিনি।

আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে মাহমুদুল। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে।’

পাকিস্তানের বিপক্ষে ইসলামাবাদে অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচেও দারুণ ফর্মে ছিলেন জয়। প্রথম ইনিংসে ৬৫ রান এসেছে তার ব্যাট থেকে। এরপরই চোট পান তিনি। যার ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি এই ওপেনার।

জয়ের পরিবর্তে দলে কাকে সুযোগ দেওয়া হবে তা আগামীকাল (রবিবার) জানানহো হবে। নির্বাচকেরা জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের রিপোর্ট দেওয়ার অপেক্ষায় আছেন। এরপর পরিস্থিতি বুঝে যোগ্য খেলোয়াড়কে দলে টানবে বিসিবি।

সম্পর্কিত খবর