পার্থ স্কর্চার্সকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

পার্থ স্কর্চার্সকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে জায়গা করে নিতে হলে আজ জয় ছাড়া বিকল্প ছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের কাছে। অবশেষে তাই করে দেখাল আকবর আলির দল। পার্থ স্কর্চার্সকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। এতে সেমির টিকিট নিশ্চিত করেছে তারা।

এদিন নিজের সেরা খেলাতাই যেন দেখিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। তার ব্যাটে ভর করেই জয়ের দুয়ারে পৌঁছায় বাংলাদেশ। এদিন পার্হের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পুরো ইনিংস জুড়েই ব্যাট হাতে নড়বড়ে ছিল এইচপি দল।

লক্ষ্যটা খুব বেশি বড় না হলেও শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ, স্কোরবোর্ডে রান তখন মাত্র ১৫।

চতুর্থ উইকেটে বিপর্যয় সামলে পরিস্থিতি সামাল দেন মাহফুজুর রহমান রাব্বি এবং জিশান আলম। দুজনে মিলে গড়েন ৩৯ রানের জুটি।

রাব্বি যখন উইকেটে আসেন, তখন বাংলাদেশের জয়ের জন্য তখন প্রয়োজন ২৩ বলে ৪১ রান। এমন অবস্থা থেকে দলকে প্রায় একা হাতেই টেনে তুলেছেন তিনি। ২ ছক্কা ও ২ চারে ১৩ বলে খেলেছেন ৩২ রানের দারুণ ইনিংস। আর তাতে নির্ধারিত ওভার শেষ হওয়ার ৩ বল আগেই জয় পেয়েছে বাংলাদেশ।

৯ দলের টুর্নামেন্টে ৬ ম্যাচ শেষে ৬ পয়েন্টের সঙ্গে তিনে আছে বাংলাদেশ। ৬ ম্যাচের মধ্যে চারটিতে জিতে শীর্ষে আছে অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটরি। দুইয়ে আছে পাকিস্তান শাহিনস। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল।

সম্পর্কিত খবর