পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে যা বললেন আকরাম

পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে যা বললেন আকরাম

পরপর দুই বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। এই আলোচনা-সমালোচনার সিংহভাগটাই করেছেন পাকিস্তানেরই সাবেক ক্রিকেটাররা। এবার আরু একবার নিজ দেশের ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে কথা বললেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে আরও বেশি সচেতন হবে, এমনটাই বললেন সাবেক এই ক্রিকেটার। বিগত কয়েক বছর ধরেই দলের ক্রিকেটারদের পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। তাদের এই বাজে ফর্মের অন্যতম একটি কারণ হলো ফিটনেসের অভাব।

ওয়াসিম আকরাম বলেছেন, ‘আমি বিষয়টি নিয়ে খুব একটা কথা বলিনি এবং আমার কাছে তাদের অভ্যন্তরীণ কোনো তথ্যও নেই। তবে আমি দুই বছর ধরে জানি যে, ক্রিকেটাররা তাদের ফিটনেস ধরে রাখায় যথেষ্ট মনোযোগী নয়।’

‘বিশ্বকাপের সময় পুরো বিশ্ব দেখেছে তাদের ফিটনেস কতটা ভালো, সত্যিকার অর্থে পুরো দলের এই অবস্থা।’- যোগ করেন তিনি।

আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক পাকিস্তান। এটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে উভয় দলের জন্যই এই সিইরজ থেকে পয়েন্ট আদায় করে নেওয়া গুরুত্বপূর্ণ।

নিজেদের সময়ে ফিটনেস নিয়ে কিভাবে কাজ করতেন সে সম্পর্কেও বলেছেন ওয়াসিম আকরাম, ‘যদি আমি এই সময়ে ক্রিকেট খেলতাম, আমার ফিটনেস নিয়ে অনেক ধারণা থাকত। আমাদের সময় সহজে ফিটনেসজনিত তথ্য পাওয়া যেত না। আমরা কিছুই জানতাম না, কেবল ইমরান খান ও জাভেদ মিঁয়াদাদদের মতো সিনিয়রদের অনুসরণ করতাম। তারা যা করত আমরাও ঠিক সেগুলোই করতাম।’

সম্পর্কিত খবর