আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক

আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক

ডান কুঁচকির ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করবেন ওপেনার মাহমুদুল হাসান জয়। মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে তিন সপ্তাহ। এর আগে পাকিস্তান-এ দলের বিপক্ষে বাংলাদেশ-এ দলের চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে করেন ৬৫ রান। এরপর কুঁচকির ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আরও এক ব্যাটার ব্যাট করতে পারেননি। তিনি সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ২৭ বলে ১৪ রান করা মুশফিকও পেয়েছেন চোট। ইনজুরির খবর এবং আপডেট দুটোই  আজ (শনিবার) গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নিজেই।

‘আঙুলে ব্যথার কারণে ব্যাট করিনি। নেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলাম। আশা করছি দ্রুত সেরে উঠে প্রথম টেস্ট খেলব।’

দেশের অস্থিতিশীল অবস্থার কারণে দেশ ছাড়ার আগে সেভাবে প্র্যাকটিস সেরে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সেখানে গিয়েও খুব একটা সুবিধা হচ্ছে না। সুযোগ সুবিধা থাকার পরও সেটা কাজে লাগানো যায়নি।

‘এমনিতে ভালোই কাটছে। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও সুবিধাজনক ছিলো না। বৃষ্টির কারণে আমাদের পর্যাপ্ত অনুশীলন হয়নি। আমি চেষ্টা করেছি ভালো করার, পক্ষে যায়নি।’

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। মুশফিকের বিশ্বাস এর আগেই শতভাগ ফিট হয়ে যাবেন তিনি।

সম্পর্কিত খবর