সালাহর রেকর্ডের দিনে লিভারপুলের শুভসূচনা
লিভারপুলের দলবদল মৌসুমটা মোটেও ভালো কাটেনি। একটা খেলোয়াড়ও দলে ভেড়ানো যায়নি। নতুন কোচ আর্নে স্লটের থিতু হতে সময় চাই… এমন কথা ম্যাচের আগে শোনা যাচ্ছিল বেশ করে।
কিন্তু তবু লিভারপুলের দুশ্চিন্তার কিছু ছিল না, গেম উইক ওয়ানের সম্রাট মোহামেদ সালাহ ছিলেন যে! সেই সালাহ আজও গোল করলেন, করালেনও… তাতে ভর করে লিভারপুল পেয়ে গেল ২-০ গোলের দারুণ এক জয়।
নবাগত ইপসউইচ টাউনের বিপক্ষে দলটা প্রথমার্ধে গোলের দেখা পায়নি। এরপর মোহামেদ সালাহর নৈপুণ্যেই অচলাবস্থা ভাঙে লিভারপুল। ডিয়েগো জোটাকে তিনি বল বাড়ান। সেটা গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি জড়িয়েছেন জালে।
এর ৫ মিনিট পর তিনি নিজেই নাম লেখালেন গোলের খাতায়। তাতে লিভারপুলের জয় তো নিশ্চিত হলোই, একটা রেকর্ডও হয়ে গেল তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম গেমউইকে তার গোলের সংখ্যা দাঁড়াল ৯টি। প্রথম ম্যাচে আর কোনো খেলোয়াড়ের এর চেয়ে বেশি গোল নেই।
তবে রেকর্ডের চেয়ে বেশি জয়টাই তৃপ্ত করবে সালাহকে। তার দল জিতেছে। পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে। তাতে লিগে শুভসূচনাটাও হয়ে গেল অল রেডদের।