জিম্বাবুয়েতে চলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ!

জিম্বাবুয়েতে চলে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ!

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবিকে ১৫ আগস্ট পর্যন্ত সময় বেধে দিয়েছিলো আইসিসি। বিসিবির চাওয়ায় আরও পাঁচদিন সময় বাড়িয়ে সেটা করা হয়েছে ২০ আগস্ট।

এছাড়াও মাসখানেক ধরেই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে রাখছে তারা। তবে এবার বোধহয় হতাশই হতে হচ্ছে।  যার কারণে বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে হচ্ছে আইসিসিকে।

একদিন আগেই ক্রিকবাজ জানিয়েছে ভারত নাকচ করায় সম্ভাব্য আয়োজক হতে যাচ্ছে আরব আমিরাত। যদিও আরব আমিরাত দশ দলের এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। 

এবার এই মিছিলে যোগ দিয়েছে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারা আরেক দেশ জিম্বাবুয়ে। তবে শুধু তারা লড়াইতে নেমেছে তা কিন্তু না। একেবারে ভালোভাবেই লড়াইয়ে আছে দেশটা। 

বিশ্বকাপের বর্তমান সূচিতে টুর্নামেন্ট চলবে তিন অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত। শ্রীলঙ্কা এই তালিকায় নেই, কারণ সেসময়ে সেখানে চলে অতিবৃষ্টি। একই অযুহাতে ভারতও নাকচ করেছে। যদিও আরও একটা কারণ আছে তাদের। আগামী বছর তাদের মাটিতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।  

এবার লড়াই আরব আমিরাত আর জিম্বাবুয়ের। এখানে অবশ্য আমিরাত পিছিয়ে। দর্শকখরা এবং বেশি ব্যয়ের কারণেই তারা পিছিয়ে। জিম্বাবুয়ে তুলনামূলক ব্যয় কম। এছাড়াও আছে দর্শক আগ্রহও। 

তাছাড়া ২০২৬ এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও তারা আয়োজন করবে। সহ-আয়োজক হিসেবে আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। সবমিলিয়ে লড়াইয়ে বেশ এগিয়ে জিম্বাবুয়ে। 

এবার অপেক্ষা ২০ আগস্টে আইসিসির সভা শেষে কী সিদ্ধান্ত আসে সেটার।

সম্পর্কিত খবর