বিপিএলে দলবদলের সময় বাড়াল ফিফা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুম নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। একাধিক ক্লাব সরে যাই যাই করছে। তাতে খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও সৃষ্টি হচ্ছে শঙ্কা।
এরই মধ্যে ফিফা একটা সুখবর দিল বাফুফেকে। তাদের ক্রমাগত অনুরোধ ফেলতে পারেনি বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। দেশের ঘরোয়া ফুটবলে দলবদল মৌসুমের মেয়াদ তিন দিন বাড়িয়ে দিয়েছে ফিফা।
উইন্ডোর মেয়াদ বাড়াতে প্রায় সব ক্লাবই বাফুফেকে অনুরোধ জানিয়েছিল। ১ জুন থেকে এটা শুরু হয়েছিল। ফুটবল দলবদলের বাজারে অনেক বড় বড় দলবদল হয় শেষ দিকে এসে। বাংলাদেশের ক্লাবগুলোও সে আশাতেই ছিল।
কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী পন্থী ক্লাব ও সরকার সমর্থিত ব্যক্তিদের ক্লাবগুলো বিপদে পড়ে যায়। যার ফলে প্রায় সব ক্লাবই বাফুফেকে অনুরোধ করেছিল দলবদলের সময় বাড়ানোর।
বাফুফে এই অনুরোধটা করেছে ফিফার কাছে। সে অনুরোধ অবশেষে মঞ্জুর করেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
তিনি বলেন, ‘ডেডলাইন ছিল ১৯ আগস্ট পর্যন্ত। ফিফা এটা তিন দিন বাড়িয়েছে। আমাদের এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে তারা, বিষয়টা আমরা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছি।’