৭ দফা দাবি দিলেন ফুটবলাররা

৭ দফা দাবি দিলেন ফুটবলাররা

সরকার পতনের পর থেকে দেশের ফুটবল রীতিমতো টালমাটাল অবস্থায় পরে গেছে। দুটো দল ইতোমধ্যেই সরে গেছে আসছে বিপিএল মৌসুম থেকে। গুঞ্জন আছে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাব আর ওয়ান্ডারার্স ক্লাবের অংশ নেওয়া নিয়েও। যার ফলে খেলোয়াড়দের ভবিষ্যৎও পড়ে গেছে শঙ্কাতে। 

প্রায় শতাধিক ফুটবলারের ক্যারিয়ার পড়ে গেছে শঙ্কাতে। যার ফলে এখন নিজেদের অস্তিত্ব রক্ষা করতে আজ মানববন্ধন করেছেন ফুটবলাররা। কাল বাফুফে ভবনের সামনে আরও জোরালো কর্মসূচির ঘোষণাও চলে এসেছে। 

আজ এই মানববন্ধনে ছিলেন আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, তৌহিদুল আলম সবুজ, রেজাউল করিম রেজা, ইমন মাহমুদ বাবু, হাবিব বিপু, রায়হান হাসান, রহমত মিয়া, শাকিল আহমেদ, রিয়াদুল হাসান রাফি, মো. নাঈম, ফয়সাল, ওমর বাবু, আবু সাঈদ, মেহেদী রয়েল, মান্নাফ রাব্বি, আমিনুর রহমান সজিব, মোনায়েম খান রাজু, টুটুল, মিনহাজ বাল্লুর মতো খেলোয়াড়রা।  প্রায় ৫০ জনের এ দল আজ বাফুফে ভবনে এসে তাদের ৭ দফা দাবির চিঠি বাফুফেতে দাখিল করেন। 

খেলোয়াড়দের ৭ দফা দাবি হলো-
১. অনতিবিলম্বে দলবদল পেছানো নিশ্চিত করতে হবে।
২. লিগে প্রত্যেক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৩. দায়সারা লিগ চালানো যাবে না।
৪. যে দলগুলো খেলবে না বলছে ওই টিমের কনফার্ম করা খেলোয়াড়দের দায়ভার কে নেবে?
৫. এ বছর বিদেশি খেলোয়াড় ছাড়া লিগ চালাতে হবে।
৬. যে সকল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইতোপূর্বে ক্লাবের স্পন্সর ছিল তাদের আবারও ক্লাবের স্পন্সর করার ব্যবস্থা করতে হবে এবং
৭. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সকল খেলোয়াড়দের একটি মিটিং আগামীকালের মধ্যে ব্যবস্থা করতে হবে।

নিজেদের এই দাবির বিষয়ে জাতীয় দলের খেলোয়াড় ও সবশেষ লিগে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে খেলা ডিফেন্ডার রায়হান হাসান বলেন, ‘দিনকে দিন প্রিমিয়ার লিগে দলের সংখ্যা কমে যাচ্ছে। ৫ বছর আগে ১৩ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল প্রিমিয়ার লিগ। এরপর প্রতি বছর দল কমতে কমতে সবশেষ লিগে অংশ নেয় ১০টি দল। এখন যদি সেই সংখ্যা কমে ৬/৭ তে দাঁড়ায় তাতে কিভাবে খেলব আমরা। এমন দায়সারা লিগে আমরা অংশ নিতে চাই না। আমরা চাই সবার অংশগ্রহণ। ফুটবল বাঁচাতে সবার এগিয়ে আসা উচিত। কারণ আমরা ফুটবলার এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। এটাই আমাদের রুটি-রুজি।‘

সম্পর্কিত খবর