শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখতে নামছে পাকিস্তান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৪৪ এএম | ০৪ নভেম্বর, ২০২৩

সেমিফাইনালে জায়গা করে নেওয়ার শেষ সুযোগটি হাতে নিয়ে আজ বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আজকের ম্যাচটি হেরে গেলে কাগজে-কলমেও সেমিতে জায়গা করে নেওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না বাবর আজমের দলের।

চলতি বছরেই কিউইদের সঙ্গে শেষ পাঁচ দেখায় চারটিতেই জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপের এবারের আসরে ভালো পারফরম্যান্সের বদৌলতে শুরু থেকেই নিজেদের জায়গা শক্তভাবে ধরেছে কিউইরা। বর্তমান পয়েন্ট টেবিলের হিসেবের এগিয়ে রয়েছে তারা, ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থান ধরে রেখেছে কিউইরা। সমপরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বাবররা। সেমিতে জায়গা করে নিতে জয় ছাড়া আজ বিকল্প নেই তাদের কাছে।

নেট রানরেটে পিছিয়ে থাকায় জয়ের দেখা পেলেও বেশ কঠিন সমীকরণের মুখে পড়তে হবে পাকিস্তানকে। তার উপর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সকল বাঁধা টপকিয়ে আজ তারা জয় ছিনিয়ে নিতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।

খেলার দুনিয়া | ফলো করুন :