লেভান্ডভস্কির জোড়া গোলে বার্সার শুভসূচনা
লিগ সূচির অন্যতম কঠিন একটা ম্যাচ দিয়ে মৌসুমের শুরু হচ্ছে, বার্সেলোনা এই বিষয়টা জানতোই। মেস্তায়ায় তা হয়েছেও। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল বার্সা।
তবে রবার্ট লেভান্ডভস্কির জোড়া গোলে বার্সেলোনা দারুণ এক জয় তুলে নিয়েছে শেষমেশ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের এই জয়ে বার্সা মৌসুমের শুরুটাও করল বেশ ভালোভাবে।
ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনা নেমেছিল ইলকায় গুন্দোয়ান, পেদ্রি গনজালেস আর গাভিকে ছাড়াই। তবে তাদের ছাড়াও দলটা পারফর্ম করছিল বেশ। একাধিক গোলের সুযোগ এসেছিল সামনে।
তবে তাদের চমকে দিয়ে প্রথম গোলটা পায় ভ্যালেন্সিয়া। ৪৪ মিনিটে ক্রস থেকে হেড করে বার্সার জালে বল জড়ান হুগো দুরো।
এর একটু পর বার্সা আরও একটা গোল হজম করেই বসেছিল গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে। তিনি বক্সের ভেতর বল তুলে দিয়েছিলেন প্রতিপক্ষের পায়ে। তবে শেষমেশ শটটা গোললাইন থেকে ঠেকান পাউ কুবারসি, তাতে দুই গোলে পিছিয়ে পড়া থেকে রক্ষা পায় বার্সা।
বিরতির বাঁশির আগেই বার্সা সমতা ফেরায়। অ্যালেক্স বালদের ক্রস থেকে বল পান লামিন ইয়ামাল, তার নিচু ক্রস বক্সের মাঝে থাকা লেভান্ডভস্কিকে খুঁজে পায়, তিনি অফসাইডের ফাঁদ এড়িয়ে বলটা জড়ান ভ্যালেন্সিয়ার জালে।
বিরতির পর বার্সেলোনা পেয়ে যায় জয়সূচক গোলটা। বক্সের ভেতর রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। পেনাল্টি থেকে গোলটা করেন লেভান্ডভস্কি।
এই এক গোলের জবাব ভ্যালেন্সিয়া আর দিতে পারেনি। বার্সা মাঠ ছাড়ে ২-১ গোলের দারুণ এক জয় নিয়ে।