দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউটের ঘোষণা আসিফ মাহমুদের

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউটের ঘোষণা আসিফ মাহমুদের

বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মতো স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করবে সরকার। বিষয়টা নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

গেল ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব নেন। তার দশ দিন পেরোবার আগেই তিনি ঘোষণা দিলেন স্পোর্টস ইনস্টিটিউটের। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যেই এই ইনস্টিটিউটের কাজ শুরু হবে।

মূলত খেলোয়াড়দের পারফর্ম্যান্সে উন্নতি ঘটানোর লক্ষ্য তার। সঙ্গে তাদের জন্য বিকল্প আয়ের উৎসও তৈরি করতে চান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক মান সম্পন্ন, দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও সুযোগ সুবিধা প্রদান করবে।’

‘ইউকে, ইউএসএ, চীন ও ফ্রান্সের স্পোর্টসের মেলবন্ধনে যে ফলাফল ও সাফল্য তারা অর্জন করেছে তা দেশের মাটিতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের অন্যতম লক্ষ্য।’

তিনি জানান এই ইনস্টিটিউটের কার্যক্রমে দেশীয়দের পাশাপাশি বিদেশী বিশেষজ্ঞদেরও যোগ করা হবে এতে। 

সম্পর্কিত খবর