১৭০ রান হলেই শিরোপা বাংলাদেশের
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আজ বাংলাদেশ নেমেছে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে। এই ফাইনালে বাংলাদেশ লক্ষ্য পেয়েছে ১৭০ রানের। শুরুতে ব্যাট করে অ্যাডিলেইড ৭ উইকেট খুইয়ে তুলেছে ১৬৯ রান।
আজকের এই ফাইনালে বাংলাদেশ টস জিতেছে। তবে অধিনায়ক আকবর আলী ব্যাট করতে পাঠান অ্যাডিলেইডকে।
স্বাগতিক অ্যাডিলেইড দ্বিতীয় ওভারেই উইকেট খোয়ায়। দুই দলের আগের সাক্ষাতে ফিফটি করে ম্যাচ বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন জেক উইন্টার। রান আউট হয়ে দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন তিনি।
অ্যাডিলেইড থেকে এই ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন তিনে নামা টম ও'কনেল। ৫ টি চার আর ২টি ছক্কায় তিনি করেন ৩৩ বলে ৫৩ রান। রায়ান রিং আর লিয়াম স্কটদের দুটো ত্রিশোর্ধ্ব ইনিংস, সঙ্গে হ্যারি ম্যাথিয়াস আর লিয়াম স্কটদের দুটো ক্যামিওতে ভর করে দলটা তোলে ১৬৯ রান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিপন মণ্ডল। একটি করে উইকেট শিকার করেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি আর আফিফ হোসেন।