ক্যারিবীয়দের টেস্ট সিরিজে হারিয়ে বাভুমা বললেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে’ 

ক্যারিবীয়দের টেস্ট সিরিজে হারিয়ে বাভুমা বললেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে’ 

প্রভিডেন্স টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার খাতায় ওঠে ৫ উইকেটে ২২৩ রান। পরের তৃতীয় দিনের শুরুতে ২৩ রান যোগ করতেই সফরকারীরা হারিয়ে বসে বাকি ৫ উইকেট। সেখানে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ২৬৩ রানের। টেস্টে তখনও সময় বাকি প্রায় আড়াই দিনের। তবে তৃতীয় দিনেই হয়ে গেল ম্যাচের নিষ্পত্তি। রাবাদা-মুল্ডারের পেস এবং মহারাজের স্পিন ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ২২২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এতেই প্রভিডেন্স টেস্টে প্রোটিয়ারা জিতে যায় ৪০ রানে। 

এর আগে ত্রিনিদাদে সিরিজের প্রথম টেস্টটি হয়েছিল ড্র। এতেই দ্বিতীয় টেস্ট জয়ের মধ্য দিয়ে ১-০ ব্যবধানে সিরিজটাও জিতে নেয় প্রোটিয়ারা। এবং এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টানা দশম টেস্ট সিরিজ জয়। 

তবে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা এতেই নন সন্তুষ্ট। সিরিজের জয়ের পর জানালেন, দল হিসেবে আমাদের আরও উন্নতি করতে হবে। 

ম্যাচশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাভুমা বলেন, ‘আমাদের শুধু দল হিসেবে উন্নতি করতে হবে...আমরা যত বেশি খেলব তত বেশি অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস পাব। শক্তিশালী দলের বিপক্ষে আরও ভালো করতে পারব।’ 

টেস্টের প্রথম দিনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শামার জোসেফের ফাইফারে ৫৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্রেফ ১৬০ রানের পুঁজি পেয়েছিল প্রোটিয়ারা। পরে নিজেদের প্রথম ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ থামে আরও কমে। মুল্ডার-বার্গারদের পেস তোপে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৪৪ রানেই। 

১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার টনি ডি জর্জি ও এইডেন মার্করামে চড়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল সফরকারীরা। তবে সেখানে এবার জুজু হয়ে আসেন আরেক পেসার জাইডেন সিয়েলস। একাই তুলে নেন ৬ উইকেট এবং প্রোটিয়াদের সংগ্রহ থামে ২৪৬ রানেই। 

জয়ের জন্য লক্ষ্যটাও ছিল নাগালে, সময়টাও ছিল বেশ। তবে প্রোটিয়াদের দলীয় নৈপুণ্যের সামনে ভেস্তে গেল ক্যারিবীয়দের জয়ের স্বপ্ন। ৪০ রানে ম্যাচ হেরে সিরিজে খালি হাতেই থাকতে হলো স্বাগতিকদের। 

স্রেফ তিন দিনেই প্রভিডেন্স টেস্ট শেষ হলেও বাভুমার কাছে এটি ছিল টেস্টের সঠিক খেলার এক নিদর্শন, যেখানে দুই দলটি লড়েছে সমানভাবে। এই প্রসঙ্গ টেনে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘এটি ছিল টেস্টের সঠিক খেলার এক নিদর্শন। আমার মতে, খেলায় দুই দলই ছিল। কোনো মুহূর্তেই মনে হয়নি ম্যাচ থেকে আমরা ছিটকে গেছি।’ 

টেস্টের পর সফরটিতে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। যার প্রথমটি আগামী ২৪ আগস্ট ব্রায়ান লারা স্টেডিয়ামে। এই সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৬ ও ২৮ আগস্ট। 

সম্পর্কিত খবর