অ্যাডিলেইডের কাছে হেরে শিরোপা হাতছাড়া আকবরদের

অ্যাডিলেইডের কাছে হেরে শিরোপা হাতছাড়া আকবরদের

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ জিততে ফাইনালে লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না। তবে বাংলাদেশ সেই ১৭০ রানের লক্ষ্য শেষমেশ তাড়া করতে পারেনি। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে হেরেছে ৩৩ রানে। ফলে আকবর আলীর দলকে সন্তুষ্ট থাকতে হচ্ছে রানার্স আপ হয়েই।

ফাইনালে টস জিতে অধিনায়ক আকবর আলী ব্যাট করতে পাঠান অ্যাডিলেইডকে। তিনে নামা টম ও'কনেল খেলেন ইনিংসের সবচেয়ে বড় ইনিংসটা। ৫ টি চার আর ২টি ছক্কায় তিনি করেন ৩৩ বলে ৫৩ রান। রায়ান রিং আর লিয়াম স্কটদের দুটো ত্রিশোর্ধ্ব ইনিংস, সঙ্গে হ্যারি ম্যাথিয়াস আর লিয়াম স্কটদের দুটো ক্যামিওতে ভর করে দলটা তোলে ১৬৯ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিপন মণ্ডল। একটি করে উইকেট শিকার করেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি আর আফিফ হোসেন।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ শুরুটা মন্দ করেনি। জিশান আলমের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি, তিনি ফেরার আগে ১৮ বলে করেন ১৯ রান। এরপর তানজিদ হাসান তামিম খেলেন সর্বোচ্চ ২৯ বলে ৩৫ রানের ইনিংস। তার বিদায়ের পর থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল মোটে ২১ রানের। মাহফুজুর রহমান রাব্বি খেলেন ইনিংসটা। এর আগে আফিফ করেন ১৩ বলে ১৮। শেষ দিকে রাকিবুল হাসান ৬ বলে ১২ রান করেন। 

তবে তাতে স্রেফ ব্যবধানটাই কমাতে পেরেছে বাংলাদেশ। তাই দলের অস্ট্রেলিয়া যাত্রা শেষ হয় টুর্নামেন্টে রানার্স আপ হয়ে।

সম্পর্কিত খবর