করাচিতে হচ্ছে না বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট
পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইতিমধ্যেই দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টটি আগামী ২১ আগস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে। পরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ৩০ আগস্ট শুরু হওয়ার কথা ছিল করাচিতে। তবে সিরিজ শুরুর দুই দিন আগে বদলে গেল দ্বিতীয় টেস্টের ভেন্যু। করাচির বদলে দ্বিতীয় টেস্টটিও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাই, সিরিজের দুটি টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।
পাকিস্তানি গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানের উদ্ধৃত করা সেই বিবৃতিতে পিসিবি জানায়, ‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভেন্যুটি কার্যকরভাবে প্রস্তুত কি-না তা নিশ্চিত করার জন্য নির্মাণকাজ অবশ্যই নিরবচ্ছিন্নভাবে চলতে হবে। এতে পিসিবি, সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে এবং অপারেশনাল এবং লজিস্টিক বিষয়গুলোর পর্যালোচনা অনুযায়ী রাওয়ালপিন্ডিতে উভয় টেস্ট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
টেস্টের ভেন্যু বদলের বিষয়টি মূলত করাচি ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি সংস্কারের কাজকে ঘিরে। এর আগে ১৪ আগস্ট ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনের সূত্র থেকে জানা যায়, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে করাচি স্টেডিয়ামের গ্যালারির সংস্কারের কাজ। এতেই ম্যাচটি গড়াবে কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই।
পরে এই সংক্রান্ত এক বিবৃতিও দেয় পিসিবি। সেখানে তারা জানায়, ‘ক্রিকেটে আমাদের নিবেদিত দর্শকদের ভূমিকার বিষয়টি আমরা বুঝতে পারছি, তারা খেলোয়াড়দের প্রেরণা দিয়ে ম্যাচকে আরও জমিয়ে তোলেন। যাইহোক, তাদের নিরাপত্তা দেওয়াই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় দ্বিতীয় টেস্ট চলাকালে আমরা স্টেডিয়াম ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। ফলে দ্বিতীয় ম্যাচের টিকিট বিক্রির বিজ্ঞপ্তিও সরিয়ে নেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন তাদের টাকাও ফেরত দেওয়া হবে।’