পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেন জয় 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেন জয় 

পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে গত ১৪ আগস্ট ফিল্ডিংয়ের সময় ডান কুঁচকিতে চোট পান মাহমুদুল হাসান জয়। এতে প্রাথমিকভাবে এমনটাই আশঙ্কা করা হয়েছিল, আসন্ন পুরো পাকিস্তান সিরিজ থেকেই ছিটকে যাবেন এই ডানহাতি ব্যাটার। তবে জয়ের চোটের সবশেষ অবস্থা জানিয়ে আশার বাণী শোনালেন বিসিবি ফিজিও বায়েজেদুল ইসলাম। সিরিজের দ্বিতীয় টেস্টের খেলার সম্ভাবনা রয়েছে জয়ের। 

বাংলাদেশ এ দল ছেড়ে এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল জয়ের। তবে চোটে পড়ে এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। 

এক অফিশিয়াল বিবৃতিতে জয়ের চোটের সবশেষ অবস্থা জানান বায়েজেদুল ইসলাম। সেখানে এই বিসিবি ফিজিও বলেন, ‘বাংলাদেশ এ দলের হয়ে ১৪ আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলার সময় জয় ডান কুঁচকিতে ব্যথা অনুভব করেছিলেন। তার একটি এমআরআই করা হয়েছে এবং শারীরিক মূল্যায়ন করা হয়েছে এবং সেখানে থেকেই তা নিশ্চিত হয়েছে, তার ডান কুঁচকিতে গ্রেড-১ অ্যাডক্টর স্ট্রেন রয়েছে।’

তবে এই ধরণের চোট থেকে সেরে উঠতে সময় লাগে দুই সপ্তাহের মতো। এতেই দ্বিতীয় টেস্টে তাকে দল ফিট হিসেবে পাবে বলে আশা রাখছেন বিসিবি ফিজিও। ‘তিনি তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। এই ধরনের আঘাত থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। এতে প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না। তবে আমরা আশা করি ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য সে ফিট হয়ে উঠবে।’ 

এদিকে জয়ের ফিট হয়ে উঠাকে সামনে রেখে তার অগ্রগতি প্রতিদিনই পর্যবেক্ষণ করা হবে বলেও জানান বায়েজেদুল ইসলাম। 

সম্পর্কিত খবর