টেস্টের দেড়শ বছর পূর্তিতে বিশেষ ম্যাচ এমসিজিতে
১৮৭৭ সালের ১৫ মার্চ ইতিহাসে প্রথমবারের মতো টেস্টে ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। সেখানেই আগামী ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে বিশেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
অজিদের তিনটি ঐতিহাসিক মাঠ এমসিজি, সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসিজি) এবং অ্যাডিলেইড ওভাল সঙ্গে আগামী ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত সাত বছরের টেস্ট আয়োজনের সমঝোতার কথা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে ২০২৭ সালের সেই বিশেষ ম্যাচের বিষয়টি নিশ্চিত করা হয়।
১৮৭৭ সালের সেই টেস্টে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। অবশ্য সেই সময় সেটিকে টেস্ট ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়েছিল না। তবে পরবর্তীতে সেই ম্যাচকেই প্রথম টেস্টের মর্যাদা দেওয়া হয়।
টেস্টের শতবর্ষপূর্তি পালনে ১৯৭৭ সালের ১২-১৫ মার্চ এই এমসিজিতেই অনুষ্ঠিত হয়েছিল বিশেষ টেস্ট। এবং কাকতালীয় ভাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সেই টেস্টেও ৪৫ রানে জেতে অজিরা।
এদিকে অস্ট্রেলিয়ার আসন্ন টেস্ট ম্যাচের ভেন্যুগুলোতেও এসেছে পরিবর্তন। অস্ট্রেলিয়ান মৌসুমের প্রথম টেস্টটি সাধারণত অনুষ্ঠিত হয় গ্যাবায়। তবে আগামী তিন মৌসুমে প্রথম ম্যাচ হবে অপ্টাস স্টেডিয়ামে। তবে বক্সিং ডে টেস্ট, নিউ ইয়ার টেস্ট এবং ক্রিসমাসের আগের টেস্টগুলো যথাক্রমে থাকছে এমসিজি, এসসিজি ও অ্যাডিলেইড ওভালেই।
তবে বিপত্তি বেঁধেছে ২০২৭ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ভেন্যু নিয়ে। কেননা সেই বছরেই বিশেষ টেস্টটি আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে বাংলাদেশ সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই তো জুনের আগেই সেই সিরিজের সময় নির্ধারণ করতে সঠিক সময় খুঁজে বের করার প্রচেষ্টায় আছে অজিরা।