লা লিগায় এমবাপের অভিষেক ম্যাচে রিয়ালের হোঁচট

লা লিগায় এমবাপের অভিষেক ম্যাচে রিয়ালের হোঁচট

উয়েফা সুপার কাপে গত ১৪ আগস্ট আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের মধ্যে দিয়েই এবারের ২০২৪-২৫ মৌসুম শুরু করে রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় শুরুটা রাঙিয়ে রাখতে পারলো না লস ব্লাঙ্কোসরা। মায়োর্কার মাঠে ১-১ ব্যবধানের হোঁচটে পয়েন্ট ভাগাভাগি করেই লিগ মৌসুম শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

এটি ছিল লা লিগায় কিলিয়ান এমবাপের অভিষেক ম্যাচ। উয়েফা সুপার কাপে শিরোপা জয়ের সেই ম্যাচে একটি গোলও করেছিলেন এই সাবেক পিএসজি তারকা ফরোয়ার্ড। এদিকে গত রাতে মায়োর্কার বিপক্ষেও দারুণ ছন্দে ছিলেন তিনি। তবে পাননি জালের দেখা এবং তার দলও মাঠ ছেড়েছে ড্র নিয়েই।

মায়োর্কার মাঠে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ১৩তম মিনিটে ডি-বক্সে জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল জালের ঠিকানায় পৌঁছে দেন রদ্রিগো।

আতালান্তা বিপক্ষে সেই ম্যাচের একাদশ এই ম্যাচেও নামান কার্লো আনচেলত্তি। যার শুরুটাও হলো দাপট দিয়েই। পুরো ম্যাচের ৬৭ শতাংশ বলও ছিল তাদের দখলেই। তবে দ্বিতীয়ার্ধে এসে ৫৩তম মিনিটে গোল খেয়ে বসে রিয়াল। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক হেডে স্বাগতিকদের সময়তায় ফেরান মায়োর্কা ফরোয়ার্ড ভেদাত মিউরিকি।

শেষ পর্যন্ত আর গোলের কোনো সুযোগ করতে পারেনি রিয়াল। এতেই ১-১ ব্যবধানের ড্র নিয়েই শিরোপা ধরে রাখার মৌসুম শুরু করলো কার্লো আনচেলত্তির দলটি।

হোঁচট খাওয়া এই ম্যাচের শেষদিকে আরও একটি ধাক্কা খেয়েছে রিয়াল। ম্যাচের একদম শেষ মুহূর্তে ৯০+৭ মিনিটে লাল কার্ড দেখেন ফেরলান্দ মেন্দি। এতে স্বাভাবিকভাবেই তাকে পরের ম্যাচে পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা। 

সম্পর্কিত খবর