চেলসিকে হারিয়ে মৌসুম শুরু সিটির 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:০৫ পিএম | ১৯ আগস্ট, ২০২৪

কমিউনিটি শিল্ডে গত ১০ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেষ্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিতেই এবারের মৌসুমটা শুরু করে ম্যানচেষ্টার সিটি। এদিকে প্রিমিয়ার লিগের শুরুতেও তাদের সামনে কঠিন পরীক্ষা। তবে সেই পরীক্ষা চেলসিকে কোনো পাত্তাই দিল না সিটিজেনরা। হালান্ড-কোভাচিচের নৈপুণ্যে বড় ম্যাচে ২-০ ব্যবধানের জয় দিয়েই লিগ মৌসুম শুরু করলো পেপ গার্দিওলার দল। 

এদিকে এই ম্যাচটি একটু আলাদাভাবেই স্পেশাল ছিল আর্লিও হালান্ডের জন্য। ২০২২-২৩ মৌসুমে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন এই নরয়েজীয় তারকা। গত রাতে চেলসির বিপক্ষে ম্যাচটি ছিল সিটিজেনদের হয়ে হালান্ডের ১০০তম ম্যাচ। এই ম্যাচটি শুধু জয় দিয়েই রাঙিয়ে রাখলেন না এই ২৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। করেছেন গোলও। 

স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৮তম মিনিটের দলের প্রথম গোলটিই করেন হালান্ড। বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই ফুটবলারের মাঝ দিয়ে এগিয়ে দারুণ এক শটে সিটিজেনদের এগিয়ে নেন সাবেক ডর্টমুন্ডের এই তারকা। এটি ছিল সিটির হয়ে হালান্ডের ৯১তম গোল। 

এদিকে প্রথমার্ধের শেষ দিকে সিটির জালে বল জড়িয়ে বসেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড কোল পালমার। তবে অফসাইডে সেই গোলটি বাতিল হয়। দ্বিতীয়ার্ধে এসে একটি গোল বাতিল হয় হালান্ডেরও। ৬৫তম মিনিটে তার থেকে পাস পেয়ে বল জালে জড়ান নিকো লুইস। তবে এর আগেই ফাউল করে বসেছিলেন হালান্ড। এতে শেষ পর্যন্ত গোলটি পায়নি সিটি। 

তবে ম্যাচের ৮৪তম মিনিটে সিটির জয়টা পাকাপোক্ত হয় মাতেও কোভাচিচের গোলে। পোস্টের অনেকটা দূর থেকে (প্রায় ২২ গজ) দারুণ এক শটে গোলটি করেন এই ক্রোয়েট মিডফিল্ডার। চেলসির সাবেক এই তারকার গোলেই শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।  

 

খেলার দুনিয়া | ফলো করুন :