রাসেল-হোল্ডারদের ছাড়াই প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ক্যারিবীয়রা

রাসেল-হোল্ডারদের ছাড়াই প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ক্যারিবীয়রা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী শুক্রবার থেকে শুরু হতে সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ  (সিডব্লিউআই)। আসন্ন এই সিরিজে বিশ্রামে থাকছেন আন্দ্রে রাসেল, আলজারি জোসেফ, জেসন হোল্ডারদের মতো তারকারা। 

শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দল দুটি নামবে ব্রায়ান লারা স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৬ ও ২৮ আগস্ট। এর আগে ত্রিনিদাদ টেস্ট ড্রয়ের পর সবশেষ প্রভিডেন্স টেস্ট জিতে সিরিজটা ১-০ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। 

দল ঘোষণার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস ব্যাসকম জানান, এই সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন রাসেল। নিজেদের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সবশেষ দ্য হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়েও খেলেন ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার। 

জোসেফ বিশ্রামে ছিলেন প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজেও। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে টি-টোয়েন্টি সিরিজেও তাকে দেওয়া হয়েছে বিশ্রাম। এদিকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা পাঁচটি টেস্টেই খেলেছেন হোল্ডার। এতেই এবার বিশ্রাম পেলেন ক্যারিবীয়দের সাবেক এই অধিনায়ক।  

এছাড়া চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন কিং। তিনি চোটটা পেয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে না উঠার মাঠে ফেরার অপেক্ষা আরও খানিকটা বাড়ল এই ডানহাতি ওপেনারের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও একটি ম্যাচেও একাদশে ছিলেন না শিমরন হেটমায়ার। এই সিরিজেও তিনি আছেন দলে। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেন মিডল অর্ডারের এই ব্যাটার। 

দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল: 

রভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ,অ্যালিক অ্যাথানাজ, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, শেই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

 

সম্পর্কিত খবর