বাংলাদেশ সিরিজ থেকে এবার জামালকেও সরিয়ে দিল পিসিবি

বাংলাদেশ সিরিজ থেকে এবার জামালকেও সরিয়ে দিল পিসিবি

স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামের পর এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে পেয়ার আমের জামালকেও সরিয়ে দিল পাকিস্তান দল। বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলতে সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আবরার ও গুলামকে। তবে জামালের ক্ষেত্রে কারণটা ভিন্ন। ফিটনেস ইস্যুতে তাকে সরিয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড, পিসিবি। 

এতে শুরুতে ১৭ জনের দল ঘোষণা করলেও এখন ১৪ জনের দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নামবে স্বাগতিকরা। সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে রাওয়ালপিন্ডিতে, ২১ আগস্ট থেকে। কার্যত এর একদিন আগেই এলো জামালকে নিয়ে সিদ্ধান্ত। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টটি ৩০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল করাচিতে। তবে গ্যালারির সংস্কার কাজ কোনো বাঁধা ছাড়াই সম্পন্ন করতে গতকাল এক বিবৃতিতে সেই টেস্টটিও রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় পিসিবি। 

আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামালকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পিসিবি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন এই ডানহাতি পেসার। প্রাথমিকভাবে দল ঘোষণার সময় তাকে ফিট থাকা সাপেক্ষেই রেখেছিল পাকিস্তান দল। 

সেই সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে জামালকে। এতেই এই সিরিজে (বাংলাদেশের বিপক্ষে) তাকে দেখা যাবে না। 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল: 

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি। 

সম্পর্কিত খবর