ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি ঘুরে দেখালেন তামিম
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া পর আজই (সোমবার) প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গেলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পৌঁছান তিনি। পরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে যান বিসিবি কার্যালয়ে।
ক্রীড়া উপদেষ্টার বিসিবিতে আসার খবর ছড়িয়ে পড়ে গত রাতেই। এতেই তাকে বরণ করে নিতে স্টেডিয়াম প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় জমায় নানা মহলের মানুষ। সেখানে ছিলেন একদল শিক্ষার্থীও।
বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসা প্রসঙ্গে তার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ-সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন উপদেষ্টা আসিফ।
এদিকে আজ মিরপুরে এসেছেন তামিম ইকবালও। অবশ্য অনুশীলনে নয় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সম্ভাব্য কিছু বিষয় নিয়ে আলোচনার প্রেক্ষিতেই বিসিবিতে হাজির হন দেশের সাবেক এই অধিনায়ক। পরে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ও মাঠ ঘুরিয়ে দেখান তিনি।