আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুইস গোলরক্ষক সোমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সুইজারল্যান্ডের তারকা গোলরক্ষক ইয়ান সোমার। ক্লাব ক্যারিয়ারে বর্তমানে ইন্টার মিলানের হয়ে খেলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। সেখানেই পূর্ণ মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত সোমারের।
সোমারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার বিষয়টি আজ (সোমবার) নিশ্চিত করেছে সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন।
সবশেষ ইউরোতে কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রাইব্রেকারে হেরে যায় সুইসরা। জাতীয় দলের হয়ে সেটিই তাই শেষ ম্যাচ হয়ে থাকলো সোমারের।
সোমারের জাতীয় দলে অভিষেকটা ২০১২ সালে। পুরো এক যুগের এই ক্যারিয়ারে সুইসদের হয়ে খেলেছেন ৯৪টি ম্যাচ। অংশ নিয়েছেন তিনটি বিশ্বকাপ ও তিনটি ইউরোতে। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৩টি ম্যাচে পেয়েছেন ক্লিনশিট।
ক্লাব জগতে ২০২৩-২৪ মৌসুমেই বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ইন্টার মিলানে পাড়ি জমান সোমার। সেখানে ইতালিয়ান ক্লাবটির লিগ কাপ জয়ে রাখেন বড় ভূমিকা। নিজের ফুটবল ক্যারিয়ারের বাকি সময়টা কার্যত এখানেই দিতে চাচ্ছন ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক।