রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে হতাশ আনচেলত্তি

  • নিউজরুম এডিটর
  • ০৬:০৭ পিএম | ১৯ আগস্ট, ২০২৪

নতুন মৌসুমে নতুন উদ্যমে মাঠে নেমেছে ক্লাব ফুটবলের দলগুলো। বিভিন্ন লিগে বড় বা প্রথম সারির ক্লাবগুলো প্রায় সবাই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তবে এই তালিকায় কিছুটা পিছিয়ে আছে বর্তমান স্প্যানিশ লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ।

মায়োর্কার বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছেন এমবাপে-ভিনিসিয়ুসরা। এদিন বেশ এলোমেলো পারফরম্যান্স দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বিশেষ করে তাদের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ পেয়েছে কোচ কার্লো আনচেলত্তির কথাতেও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দলের সমালোচনা করেই আনচেলত্তি বলেছেন, “আজ আমি সন্তুষ্ট নই। আমার মনে হয়, আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের আরও মনোযোগী হতে হবে, দল হিসেবে আরও ভালো কাজ করতে হবে। এটা ফিটনেসের সমস্যা নয়, মানসিক সমস্যা।”

ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। এ নিয়ে যথেষ্ট ক্ষোভ ঝেড়েছেন কোচ। শুরুটা যেমন ভালো হয়েছিল শেষটাও তেমনটা হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

“আমরা ম্যাচে ভালো শুরু করেছিলাম, গোল পেয়েছিলাম এবং দ্বিতীয় গোল করারও সুযোগ পেয়েছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় ভারসাম্যের অভাব ছিল। ম্যাচটা আমরা হারতেও পারতাম, কারণ আমাদের ভারসাম্য ছিল না। আমরা ভালো খেলিনি। আমরা খুবই আক্রমণাত্মক দল এবং আমাদের দল যেভাবে গড়া সেখানে রক্ষণভাগের ভারসাম্য রক্ষা এর মৌলিক অংশ।”

রক্ষণভাগের সমালোচনায় তিনি বলেছেন, “প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে, আবার বল হারানোর পর চাপে রাখতে আমরা ভুগেছি। রক্ষণ নিয়ে কথা বললে, আমরা সবার আগে সম্মিলিত চেষ্টার কথা বলি। খেলোয়াড়রা একইভাবে ভাবলে খেলায় ভারসাম্য আসে। শুধু স্ট্রাইকার, মিডফিল্ডার বা ডিফেন্ডারদের জন্য নয়, এটা সবার জন্যই সমস্যা।”

খেলার দুনিয়া | ফলো করুন :